সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ১৫ হাজার উর্দি চট্টগ্রাম পার্বত্য এলাকা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। গত কাল রাতে ওই উর্দিগুলি বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর, অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর মধ্যে রাখাইন করিডর চরম মতপার্থক্যের মধ্যে দু’দিনের দোহা সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
একটি সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ বিষয় হল, জামায়াতের আমির গত কাল বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ়-জামানের সঙ্গে একটি ঘরোয়া বৈঠক করেছেন। মনে করা হচ্ছে, সেখানে তিনি জেনারেল জামানকে তাঁর দোহার সফর সম্পর্কে অবহিত করেছেন।
রাখাইন করিডর নিয়ে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। তার মধ্যেই গত রাতে পাহাড়তলী থানা এলাকার একটি পোশাক কারখানা থেকে ১৫ হাজার উর্দি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে ওই উর্দি বাজেয়াপ্তের কথা জানানো হয়নি। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে তিন দফায় কেএনএফের উর্দি উদ্ধার হল। ওই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ মে নগরের অক্সিজেন নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি পোশাক এবং গত সোমবার নগরের একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি উর্দি বাজেয়াপ্ত করেছিল পুলিশ।
রাখাইন করিডর বিতর্কের মধ্যে বাংলাদেশের আমলা-রাজনীতিকদের অভিন্ন গন্তব্য হয়ে দাঁড়িয়েছে কাতার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পরে এ বার জামায়াতে ইসলামীর শফিকুর রহমান পশ্চিম এশিয়ার ওই শহরে যাচ্ছেন বলে সূত্রের খবর। তবে তিনি কেন দোহায় যাচ্ছেন, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য মেলেনি এবং তিনি সেখানে কার সঙ্গে সাক্ষাৎ করবেন তা সম্পর্কেও দলের তরফে কিছু জানানো হয়নি। সংবাদ সংস্থা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)