ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হামাস শান্তিচুক্তি লঙ্ঘন করে তাদের সেনার উপরে হামলা চালালে পাল্টা আঘাত হানতে পারে ইজ়রায়েলও। এই সূত্র ধরেই গত কাল তিনি পার্লামেন্টে ঘোষণা করেছেন, গত ১৯ অক্টোবর গাজ়া ভূখণ্ডে প্রায় ১৫৩ টন বোমা ফেলেছে তাদের সেনা।
এই পরিস্থিতিতে গোটা গাজ়া ভূখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে এত কিছুর মধ্যেও গত ২৪ ঘণ্টায় ইজ়রায়েলি হামলায় অন্তত ১৩ জন প্যালেস্টাইনির নিহত হওয়ার খবর মিলেছে। সেই সঙ্গেই পর্যাপ্ত ত্রাণ না ঢোকায় আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজ়াবাসী।
ইজ়রায়েলের পার্লামেন্টে এখন শীতকালীন অধিবেশন চলছে। সেখানেই পার্লামেন্টের সদস্যদের সঙ্গে কথা বলার সময়ে নেতানিয়াহু কাল বলেছেন, “আগের থেকে আজ অনেক বেশি ক্ষমতাশালী ইজ়রায়েল। আমাদের এক হাতে অস্ত্র রয়েছে, অন্য হাত বাড়িয়ে দেওয়া আছে শান্তির আর্জিতে।” তখনই তিনি উল্লেখ করেন, গত রবিবার রাফায় ইজ়রায়েলি সেনাবাহিনীর উপরে হামলা চালিয়েছিল হামাস। এর পরেই নেতানিয়াহু কার্যত সগর্বে ঘোষণা করেন, পাল্টা হামলা চালিয়েছে ইজ়রায়েলও। জানান, সে দিন প্রায় ১৫৩ টন বোমা ফেলা হয়েছে গাজ়ার নানা প্রান্তে। একই সঙ্গে, আজ হামাসকে হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশালে করা একটি পোস্টে তিনি লিখেছেন, ‘যদি হামাস যুদ্ধবিরতির চুক্তি এ ভাবে লঙ্ঘন করতে থাকে, সে ক্ষেত্রে আগামী দিনে আরও শক্তি প্রয়োগ করা হবে ওই গোষ্ঠীর বিরুদ্ধে’।
প্রতিনিয়ত চলা হামলায় এত দিনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়ার বহু জায়গা। পণবন্দিরা নিজভূমে ফিরলেও সেখানে নিজেদের অক্ষত বাড়ি-ঘর দেখতে পাওয়ার আশা কার্যত ছেড়েই দিয়েছেন তাঁরা। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণে না ঢোকাতেও সমস্যায় পড়ছেন বহু গাজ়াবাসী। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, গত ৫০ দিন ধরে বন্ধ উত্তর গাজ়ার জ়িকিম সীমান্ত। ফলে কোনও ত্রাণবাহী ট্রাককেই ঢুকতে দেখা যাচ্ছে না সেখান থেকে। যে বাণিজ্যিক ট্রাকগুলি ঢুকছে, তাতে থাকা সামগ্রী গাজ়ায় বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে, যা সাধারণ মানুষের সামর্থের বাইরে। একই সঙ্গে, ইজ়রায়েলি হামলাও চলছে গাজ়া জুড়ে। হামলা চলছে পশ্চিম ভূখণ্ডের জলপাই চাষিদের উপরেও। ফলে শান্তিচুক্তি ঘোষণার পরেও আশঙ্কাতেই দিন কাটছে সাধারণ মানুষের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)