Advertisement
E-Paper

চিনের বন্দর শহরে জোরাল বিস্ফোরণ, মৃত ১৭, আহত ৫০

জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল চিনের বন্দর শহর তিয়ানজিন। সরকারি হিসেব অনুযায়ী, বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৭ এবং আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তবে বেসরকারি মতে, আহতের সংখ্যা তিনশোরও বেশি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০১:৪৩
আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন বাসিন্দারা। ছবি:এএফপি।

আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন বাসিন্দারা। ছবি:এএফপি।

জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল চিনের বন্দর শহর তিয়ানজিন। সরকারি হিসেব অনুযায়ী, বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৭ এবং আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তবে বেসরকারি মতে, আহতের সংখ্যা তিনশোরও বেশি। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ কান তিয়ানজিয়ানের একটি বিস্ফোরক ভর্তি গুদামে ওই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িগুলির কাচের জানলা দরজা ভেঙে যায়। আতঙ্কে বাসিন্দারা রাস্তায় বেড়িয়ে আসেন। মারা যান ১৭ জন। এই গুদাম সংলগ্ন বেশ কয়েকটি বাড়ির বাসিন্দারা এই বিস্ফোরণে আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক কিলোমিটার পর্যন্ত এর প্রভাব পড়ে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রথমে একটা কান ফাটানো আওয়াজ শুনতে পাওয়া যায়। বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে আর ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পর পর দু’টি বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটির ৩০ সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণটি হয়।

চিনের একটি গুরুত্বপূর্ণ বন্দর-শহর তিয়ানজিন। এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলও বটে। প্রায় ৭৫ লক্ষ মানুষ বাস করেন এখানে।

Huge explosion Tianjin northern China blast China china explosion 17 dead china dead
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy