প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল লাহৌর। সোমবার সন্ধ্যায় পাকস্তানের এই গুরুত্বপূর্ণ শহরের বুন্দ রোড এলাকায় একটি ট্রাকে বিস্ফোরণ হয়। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩৫ জন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি ফলবোঝাই ট্রাকে বিস্ফোরণ হয়। মনে করা হচ্ছে ওই ট্রাকটিতে বিস্ফোরক ছিল। ঘটনার সঙ্গে সঙ্গেই বোম্ব স্কোয়াডের একাধিক দল পৌঁছয় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে বেশির ভাগই মহিলা ও শিশু।
আরও পড়ুন: কাশ্মীরে ফের সংঘর্ষে খতম ৬ জঙ্গি