Advertisement
E-Paper

সিঙ্গাপুরে বৈঠক মসৃণ করতে ছিলেন ভারতীয় বং‌শোদ্ভূত মন্ত্রীরা

দুই রাষ্ট্রনেতার উচ্চ পর্যায়ের বৈঠকে যাতে কোনও রকম গোলমাল না হয়, তা দেখার দায়িত্বে ছিলেন সিঙ্গাপুরে ভারতীয় বংশোদ্ভূত দুই মন্ত্রী— ভিভিয়ান বালকৃষ্ণন এবং কে ষণ্মুগম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ০২:৫৮
ভিভিয়ান বালকৃষ্ণন ও কে ষণ্মুগম

ভিভিয়ান বালকৃষ্ণন ও কে ষণ্মুগম

দুই রাষ্ট্রনেতার উচ্চ পর্যায়ের বৈঠকে যাতে কোনও রকম গোলমাল না হয়, তা দেখার দায়িত্বে ছিলেন সিঙ্গাপুরে ভারতীয় বংশোদ্ভূত দুই মন্ত্রী— ভিভিয়ান বালকৃষ্ণন এবং কে ষণ্মুগম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার চ্যান্সেলর কিম জং উন আলোচনায় বসার আগে গত কয়েক দিন ধরে ওয়াশিংটন, পিয়ংইয়্যাং এবং বেজিং ছুটে বেড়িয়েছেন এখানকার বিদেশমন্ত্রী ভিভিয়ান। সিঙ্গাপুর সেই বিরল দেশগুলির মধ্যে একটি, যাদের সঙ্গে আমেরিকা এবং উত্তর কোরিয়া— দু’দেশেরই কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

তাই সিঙ্গাপুরের বৈঠকে শেষ মুহূর্তে সামান্য কোনও বিষয় নিয়েও যাতে বৈঠকে আঁচ না পড়ে, তার জন্য জান লড়িয়ে দিয়েছেন তিনি। ৫৭ বছর বয়সি ভিভিয়ান সিঙ্গাপুরের শাসক দল পিপলস অ্যাকশন পার্টির নেতা। চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা।

আরও পড়ুন: ট্রাম্প-কিম বৈঠক: নয়া অধ্যায়ে সঙ্গী সংশয়ও

গত রবিবার চাঙ্গি বিমানবন্দর থেকে কিমকে আনতে গিয়েছিলেন ভিভিয়ানই। পরে কিমের সঙ্গে নিজস্বীও তুলেছেন। ট্রাম্প-কিম বৈঠক নিয়ে তিনি বলেছিলেন, ‘‘কূটনীতি যে ধরা-বাঁধা ছকে এগোয়, এটা তেমন নয়। দু’জন ব্যতিক্রমী নেতা আমাদের সেই জায়গায় পৌঁছে দিয়েছেন, যেটা একেবারেই অচেনা।’’ তাঁর কথায়, ‘‘ওঁরা হয়তো এমন অবিশ্বাস্য কিছু করে দেখাবেন যা আমাদের মতো নিয়ম মানা কূটনীতিকরা পারবেনই না।’’ তবে তিনি দু’দেশের প্রশাসনিক স্তরের বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলে বুঝেছেন, দু’দেশের মধ্যে কয়েক দশকের তিক্ততা-উত্তেজনা এক বৈঠকে উধাও হয়ে যাওয়ার নয়। তবে দুই রাষ্ট্রনেতা আত্মবিশ্বাসী এবং আশাবাদী, সেটাও বলেছেন তিনি।

কে ষণ্মুগম হচ্ছেন সিঙ্গাপুরের আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প-কিম বৈঠকের নিরাপত্তার প্রতিটি খুঁটিনাটি দেখার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। এক সময়ে পেশায় আইনজীবী ষণ্মুগমের এখন বয়স ৫৯।

দুই মন্ত্রী জানান, কিম এবং তাঁর প্রতিনিধিদের হোটেল খরচের পুরোটাই দিচ্ছে সিঙ্গাপুর সরকার। সব মিলিয়ে খরচ হচ্ছে অন্তত ২ কোটি ডলার। প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের দাবি, এই অর্থের অর্ধেক ব্যয় হচ্ছে নিরাপত্তার জন্য। বৈঠকে সুরক্ষার দিক থেকে কোনও রকম ত্রুটি থাকবে না বলে আত্মবিশ্বাসী ছিলেন ষণ্মুগম। তাঁর দাবি ছিল, ‘‘মাত্র দু’সপ্তাহে সব কিছু নিখুঁত ভাবে করা কম কথা নয়। সব আধিকারিক দিন-রাত এক করে খেটেছেন।’’

নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের পাঁচ হাজার অফিসার। বৈঠকের আগে সিঙ্গাপুরের অভিবাসন চেক পয়েন্ট থেকে চার জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান ষণ্মুগম।

Singapore Summit Donald Trump Kim Jong Un Vivian Balakrishnan K Shanmugam Ministers Indian Origin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy