Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Money

ধারের টাকায় ৩০ দিনে ৬৬৪ কোটি টাকা আয় করলেন কলেজপড়ুয়া! অপহরণের ভয়ে ত্রস্ত বাবা-মা

যুবকের নাম জেক ফ্রিম্যান। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক বিশ্ববিদ্যালয়ে গণিত এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। কী করে এত অল্প সময়ে এত টাকার মালিক হলেন জেক?

জেক ফ্রিম্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

জেক ফ্রিম্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৩:০১
Share: Save:

এক মাসে ৬৬৪ কোটি টাকার মালিক হলেন বছর কুড়ির এক যুবক। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন যুবকের পরিবার। এতগুলি টাকা নিয়ে কী করবেন তা এখনও ঠিকই করে উঠতে পারেননি তিনি। জানিয়েছেন, আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চান।

যুবকের নাম জেক ফ্রিম্যান। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক বিশ্ববিদ্যালয়ে গণিত এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। কী করে এত অল্প সময়ে এত টাকার মালিক হলেন জেক? বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে ৫০ লক্ষ শেয়ার কিনেছিলেন তিনি। শেয়ার প্রতি খরচ হয়েছিল ৪৪০ টাকা। যে শেয়ার তিনি ৪৪০ টাকায় কিনেছিলেন, এক মাস পর সেই শেয়ারের এক একটির দাম হয় ২,১৬০ টাকা।

শেয়ারের দাম বাড়তেই তা বিক্রি করতে এক মুহূর্ত দেরি করেননি জেক। সমস্ত শেয়ার বিক্রি করে তিনি আয় করেন ৮৯৭ কোটি টাকা। অর্থাৎ এক মাসে তাঁর লাভ হয় ৬৬৪ কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, যে সংস্থার শেয়ার কিনেছিলেন জেক, সেই সংস্থার সিএফও গুস্তাভো আর্নালের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিয়ের অভিযোগ ওঠে। যার জেরে অন্য শেয়ারহোল্ডাররা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন। আর সেই বিপুল ক্ষতির কারণে ম্যানহাটনে তাঁর আবাসনের ১৯তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গুস্তাভো।

ডেইলি মেল-কে জেক বলেন, “বিপুল পরিমাণ টাকা পাওয়ার পর থেকেই বাবা-মা খুব চিন্তায় রয়েছেন। তাঁরা আশঙ্কা করছেন, আমাকে অপহরণ করা হতে পারে। তবে আমি বিষয়টি নিয়ে অত চিন্তিত নই। আপাতত পিএইচডি নিয়ে ব্যস্ত থাকতে চাই।”

কিন্তু বিনিয়োগ করার জন্য ওই বিপুল টাকা কোথা থেকে পেলেন জেক? এ প্রসঙ্গে জেক জানান, এই টাকা তিনি বন্ধু, আত্মীয় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে ধার করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

money share California
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE