সুদানের একটি সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৮ ভারতীয়ের। বিস্ফোরণে মৃতের সংখ্যা ২৩। আহত অন্তত ১৩০ জন। এ ছাড়া এই ঘটনার পর থেকেই নিখোঁজ বেশ কয়েক জন ভারতীয়। তবে মৃতদেহগুলি কার্যত ভস্মীভূত হয়ে যাওয়ায় চিহ্নিত করা যায়নি। সুদানে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল।
সুদানের রাজধানী খার্তুমের বাহরি এলাকায় সিলা সিরামিক কারখানায় একটি গ্যাস ট্যাঙ্কার ফেটে যায়। ভারতীয় দূতাবাস সূত্রে খবর, অল্প কিছু ক্ষণের মধ্যেই আগুন গোটা কারখানা গ্রাস করে। কারখানায় কর্মরত শ্রমিকদের অধিকাংশই বাইরে বেরোতে পারেননি। কার্যত যতুগৃহে আটকে পুড়ে মৃত্যু হয় তাঁদের।
বুধবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, রিপোর্ট অনুযায়ী ১৮ জনের মৃত্যু হয়েছে। যদিও তা সরকারি ভাবে এখনই জানানো সম্ভব নয়। কারণ মৃতদেহগুলি চিহ্নিত করা যায়নি। দুর্ঘটনার পর থেকেই কারখানায় কাজ করতেন এমন অন্তত ১৬ জন ভারতীয় নিখোঁজ। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যেও নিখোঁজরা থাকতে পারেন।