আপনার বাড়ির কোনও ঘরে যদি দেখেন ৫০ হাজার মৌমাছি বাসা বেঁধেছে, কী করবেন? এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক ব্যক্তি।
নিউ জার্সির একটি আবাসনের এক ঘরে মিলল ৫০ হাজার মৌমাছির একটি চাক। একসঙ্গে এত মৌমাছি সাধারণত দেখা যায় না।মৌমাছির চাকটি দেখেই স্থানীয় এক পেশাদার মৌমাছি পালক মিকি-কে খবর দেন ওই ব্যক্তি।
চাকটি দেখে মিকি জানিয়েছেন, তিনি বহু মৌমাছির চাক দেখেছেন, কিন্তু এটি বসন্তের সময় তৈরি হওয়া প্রাকৃতিক মৌচাকের মধ্যে সব থেকে বড়।