সন্ত্রাসবাদী ও রাষ্ট্রদোহীদের মৃত্যুদণ্ডের সুপারিশ করে খসড়া বিল পাশ হল ইজ়রায়েলের পার্লামেন্টে। ১২০ সদস্যের ইজ়রায়েলি পার্লামেন্টে এই বিলের পক্ষে সায় দিয়েছেন ৩৯ জন, আর বিপক্ষে ১৬। আরও দু’বার ভোটাভুটিতে পাশ হয়ে গেলেই আইন হয়ে যাবে এই ‘সন্ত্রাসে মৃত্যুদণ্ড বিল’। মানবাধিকার কর্মীদের আশঙ্কা, এই বিল আইনে রূপান্তরিত হলে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার প্যালেস্টাইনিদের হত্যা করার একটা ‘সহজ উপায়’ পেয়ে যাবে।
১৯৪৮-এ ইজ়রায়েল রাষ্ট্র তৈরি হওয়ার পর থেকে হাতেগোনা মৃত্যুদণ্ড হয়েছে। শেষ বার মৃত্যুদণ্ড দেওয়া হয় ১৯৬২ সালে, নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডল্ফ আইখম্যানের। সন্ত্রাসের বিলটির প্রস্তাব করেছিলেন দেশের অতি দক্ষিণপন্থী নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামান বেন-গাভির। প্রথম দফায় পার্লামেন্টে সেটি পাশ হয়ে যাওয়ার পরে উল্লসিত মন্ত্রী বলেন, “এর পরে সন্ত্রাসবাদীদের একটা জায়গাতেই ঠাঁই হবে— নরকে!” এই মন্ত্রীরই প্রস্তাবিত আর একটি বিতর্কিত বিল পাশ হয়েছে। সেই বিলে বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়াই যে কোনও বিদেশি সংবাদসংস্থার দফতর বন্ধ করেদিতে পারবে ইজ়রায়েল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)