রবিবারের প্রার্থনার জন্য স্থানীয় গির্জায় জড়ো হয়েছিলেন মানুষজন। সেই সময় হঠাৎই গির্জায় ঢুকে পড়ে এক বন্দুকবাজ। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে সেই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে বন্দুকবাজের গুলিতে জখম হয়েছেন অন্তত ন’জন। নিহত হন এক জন। হত্যাকাণ্ডের পর গির্জায় আগুন লাগিয়ে দেয় বন্দুকবাজ। তবে শেষমেশ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। রবিবার আমেরিকার মিশিগান প্রদেশের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের ঘটনা।
অন্য দিকে, গত কাল রাতেও বন্দুকবাজের হামলা চলে নর্থ ক্যারোলাইনা প্রদেশের সাউথপোর্ট শহরের একটি রেস্তরাঁয়। ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত অন্তত আট জন। পুলিশ জানাচ্ছে, নদীর ধারে ওই রেস্তরাঁটি বেশ জনপ্রিয়। আচমকা একটি নৌকা করে এসে ওই রেস্তরাঁয় হামলা চালায় ওই বন্দুকবাজ। পরে ওক আইল্যান্ড থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতদের নাম এবং পরিচয় প্রকাশ করা হয়নি। যে আট জন আহত হয়েছেন, তাঁদের অবস্থা নিয়েও মুখ খোলেনি পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)