স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে, এই অভিযোগে এক ব্যক্তি নাকি স্ত্রীর ‘প্রেম’ আটকাতে তাঁর গোপনাঙ্গে শক্তিশালী আঠা ব্যবহার করেছেন। তারপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাছে তিনি গোটা ‘ঘটনা’ খুলে বলেন। আঠা ব্যবহারের কথা স্বীকারও করে নিয়েছেন ওই ব্যক্তি।
সংবাদমাধ্যম ‘মিরর ইউকে’ জানিয়েছে, দক্ষিণ কেনিয়ার কিটুই শহরের বাসিন্দা ডেনিস মুমো। পেশায় ব্যবসায়ী ডেনিসকে প্রায়শই দেশ বিদেশে যেতে হয়। ডেনিসের অভিযোগ, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে স্ত্রী অন্তত চার জন পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।
পুলিশে গ্রেফতার হওয়ার পর ডেনিস জানিয়েছেন, তাঁর কাছে স্ত্রীর বিবাহ-বহির্ভুত সম্পর্কের প্রমাণ রয়েছে। স্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে এমন অনেক মেসেজ পেয়েছেন যাতে প্রমাণিত হয় অন্তত চারজন পুরুষের সঙ্গে মহিলার শারীরিক সম্পর্ক রয়েছে। এমনকি একজনকে নগ্ন ছবিও পাঠিয়েছেন তিনি, সঙ্গে নাকি ইঙ্গিত দিয়েছেন পরের সপ্তাহে শারীরিক সম্পর্ক হওয়ার।