দু’পাশে খাড়া পাহাড়। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা নদী। নদী পথে এলোপাথারি পড়ে রয়েছে বিশালাকার সব গ্রানাইট বোল্ডার। কিছু দূর গিয়ে নদীটি জলপ্রপাত হয়ে পড়ছে ৫০ ফুট গভীরে। পথটা এতটাই দুর্গম যে পা ফস্কে গেলে আর বাঁচার কোনও উপায় নেই। কিন্তু সেই অসম্ভবটাই সম্ভব করল ক্যালিফোর্নিয়ার একটি উদ্ধারকারী দল। মৃত্যুর মুখ থেকে হেলিকপ্টারের মাধ্যমে অসম্ভব পারদর্শিতায় উদ্ধার করে নিয়ে এল এক ব্যক্তিকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার ইমারেল্ড পুলস্ ট্রেল-এ।
এই পাহাড়ি নদীতে স্নানের সময় কালানি টুইওনো নামে এক ব্যক্তির পা পিছলে য়ায়। নদীপথ অত্যন্ত পিছল ছিল। তার উপর স্রোতের জন্য কালানি অনেক চেষ্টাতেও নিজেকে থামাতে পারেননি। স্রোতের অনুকুলে ভাসতে ভাসতে তিনি পৌঁছে যান জলপ্রপাতের একেবারে কাছে। হাতড়াতে হাতড়াতে কোনওভাবে একটি বোল্ডারকে আঁকড়ে ধরেন। তখন গভীর খাতের থেকে মাত্র কয়েক হাত দূরে কালানি।
আরও পড়ুন: শতাব্দীর সেরা বিয়ে? প্রশ্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে