Advertisement
২০ এপ্রিল ২০২৪
elephant

Viral: হাতির আঁকা ছবি বিক্রি হল ৪ লাখে! শুঁড় দিয়ে কী ভাবে আঁকল ছবি, দেখুন ভিডিয়ো

হাতিদের কাণ্ডকারখানার ভিডিয়ো প্রায়ই নেটমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়।

শুঁড়ের সাহায্যে ছবি আঁকছে হাতি।

শুঁড়ের সাহায্যে ছবি আঁকছে হাতি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৯:৩৫
Share: Save:

হাতিদের কাণ্ডকারখানার ভিডিয়ো প্রায়ই নেটমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। কখনও শিশু হাতির স্নানের দৃশ্য, কখনও কাদায় গড়াগড়ি খাওয়া কিংবা কখনও বলিউডের গানে নাচ। এ বারও ভাইরাল সে রকমই একটি ভিডিয়ো। শুঁড়ের সাহায্যে রংতুলি দিয়ে ক্যানভাসে নিজেরই প্রতিকৃতি আঁকছে গজরাজ। পাশেই দাঁড়িয়ে আছেন প্রশিক্ষক। তিনিই তুলিতে রং মাখিয়ে দিচ্ছেন। আর হাতিটি শুঁড়ের সাহায্যে ওই তুলিটি শক্ত করে ধরে ক্যানভাসের উপর বুলিয়ে যাচ্ছে। নেটমাধ্যমে এই দৃশ্য তাক লাগিয়ে দিয়েছে নেটাগরিকদের। মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।

টুইটার থেকে জানা গিয়েছে, হাতিটির বয়স ৯ বছর। নং থানওয়া নামেই সে পরিচিত। থাইল্যান্ডের মেইট্যাঙ হাতি সংরক্ষণশালার রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সংগ্রহ চলছে অনলাইনে। একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সেখানেই দেখানো হয় ওই ছবি। তবে শুধু ছবি আঁকাতেই শেষ নয়। প্রায় ৪ লাখ ১১ হাজার টাকায় বিক্রিও হয়েছে নং ও তার বন্ধু ‘ডাম্বো’র ওই সিল্যুয়েট ছবিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral painting elephant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE