আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের দফতরে হামলা চালানোর চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আজ স্থানীয় সময় ভোর রাতে পেনসিলভেনিয়ার পিটসবার্গে এফবিআই দফতরের ধাতব দরজায় গাড়ি নিয়ে এসে সজোরে ধাক্কা মারেন ডোনাল্ড হেনসন নামে ওই ব্যক্তি। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই দেখা হচ্ছে বলে জানিয়েছেন এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইন চার্জ ক্রিস্টোফার জিওর্ডানো। ক্রিস্টোফার এক বিবৃতিতে আরও জানিয়েছেন, অভিযুক্তের কাছে অস্ত্র থাকতে পারে বলে সন্দেহ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি সাদা সেডান গাড়ি দ্রুত গতিতে চালিয়ে নিয়ে এসে প্রথমে এফবিআই অফিসের দরজায় ধাক্কা মারেন ডোনাল্ড। তার পরে গাড়ি থেকে নেমে তিনি গাড়ির ভিতর থেকে আমেরিকার একটি জাতীয় পতাকা বার করেন। সেটিকে ওই ধাতব দরজার মাথায় টাঙিয়ে গাড়িটি ফেলে রেখে হেঁটে চলে যান ওই ব্যক্তি। গাড়িতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহে বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়। তবে সেখান থেকে সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি বলেই এফবিআইয়ের তরফে জানানো হয়েছে।
কেন এ ভাবে ডোনাল্ড গাড়ি নিয়ে হামলা চালানোর চেষ্টা করলেন, তা স্পষ্ট নয়। ক্রিস্টোফার জানিয়েছেন, ওই ব্যক্তি কয়েক সপ্তাহ আগে একটি অভিযোগ নিয়ে পিটসবার্গের ওই দফতরে গিয়েছিলেন। কিন্তু গোয়েন্দারা তাঁর অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পাননি। সেই আক্রোশ থেকেই এই হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি মানসিক ভাবে সুস্থ নন বলেও দাবি ক্রিস্টোফারের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)