Advertisement
E-Paper

প্রথম বিশ্বযুদ্ধের জার্মান সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার, মিলল দেহও

সরকারি সূত্রে খবর, কোনও ব্রিটিশ নৌ সেনা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বা মাইন বিস্ফোরণের ফলে ইউ-বোটটি ডুবে গিয়েছিল। তার পর প্রায় ১০০ বছর ধরে উত্তর সাগরের তলায় সেটি সংরক্ষিত ছিল। গোপনীয়তা রক্ষার জন্য উদ্ধার হওয়া ইউ-বোট সাবমেরিনটির সঠিক অবস্থান এখনও সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ১৮:১৩
প্রথম বিশ্বযুদ্ধের সময় তোলা ইউ-বোট জার্মান সাবমেরিনের একটি ছবি। ছবি:এএফপি।

প্রথম বিশ্বযুদ্ধের সময় তোলা ইউ-বোট জার্মান সাবমেরিনের একটি ছবি। ছবি:এএফপি।

প্রথম বিশ্বযুদ্ধের সময়কার জার্মান সাবমেরিনের ধ্বংসাবশেষের সন্ধান মিলল বেলজিয়াম উপকূলে। যুদ্ধের জন্য তৈরি ওই ইউ-বোট সাবমেরিনটি নিখোঁজ হয়ে গিয়েছিল প্রায় ১০০ বছর আগে। উত্তর সাগরের প্রায় ২৭ মিটার গভীরে ওই ইউ-বোটটির সন্ধান পেল নৌসেনা। বোটের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ২৩ জন নাবিকের দেহাবশেষ।

আরও পড়ুন: সেনা মহড়ার সময় লক্ষ্যভ্রষ্ট রকেটের ঘায়ে ছিটকে গেল ট্রাক, দেখুন ভিডিও

সরকারি সূত্রে খবর, কোনও ব্রিটিশ নৌ সেনা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বা মাইন বিস্ফোরণের ফলে ইউ-বোটটি ডুবে গিয়েছিল। তার পর প্রায় ১০০ বছর ধরে উত্তর সাগরের তলায় সেটি সংরক্ষিত ছিল। গোপনীয়তা রক্ষার জন্য উদ্ধার হওয়া ইউ-বোট সাবমেরিনটির সঠিক অবস্থান এখনও সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, সাবমেরিনটির বেশির ভাগ অংশই অক্ষত রয়েছে। যুদ্ধের জন্য ব্যবহৃত টর্পেডোগুলোও একই অবস্থানে রাখা রয়েছে। মনে করা হচ্ছে ২২ জন নাবিক এবং এক জন সেনা আধিকারিক সেই সময় ওই ইউ-বোটে ছিলেন। তাঁদের নিয়েই ডুবে যায় বোটটি। বেলজিয়ামের ওয়েস্ট ফ্ল্যান্ডার্স প্রদেশের গভর্নর কার্ল ডেকালুওয়ের কথায়, ‘‘সাবমেরিনটি এতটাই ভালো অবস্থায় রয়েছে যে, আমরা ধারণা করছি এর ভেতরে এখনও আরোহীদের মৃতদেহ রয়ে গেছে।’’

আরও পড়ুন: মৃত্যু আর আর্তনাদ মেক্সিকো জুড়ে, দেখুন সেই ছবি

Germany WWI World War I German Submarine North Sea Belgium U-boat জার্মান সাবমেরিন বেলজিয়াম প্রথম বিশ্বযুদ্ধ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy