Advertisement
০৪ মে ২০২৪

জেল ভেঙে জঙ্গিদের মুক্ত করল তালিবান

কন্দহরের ছায়া এ বার গজনিতে। ২০১১ সালে কন্দহরের এক জেল ভেঙে প্রায় ৫০০ সঙ্গীকে মুক্ত করে নিয়ে গিয়েছিল তালিবান জঙ্গিরা। এ বার পূর্ব আফগানিস্তানের গজনি শহরের এক জেলে হামলা চালিয়ে প্রায় সাড়ে তিনশো বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেল তারা।

সংবাদ সংস্থা
গজনি শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৭
Share: Save:

কন্দহরের ছায়া এ বার গজনিতে। ২০১১ সালে কন্দহরের এক জেল ভেঙে প্রায় ৫০০ সঙ্গীকে মুক্ত করে নিয়ে গিয়েছিল তালিবান জঙ্গিরা। এ বার পূর্ব আফগানিস্তানের গজনি শহরের এক জেলে হামলা চালিয়ে প্রায় সাড়ে তিনশো বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেল তারা।

রবিবার গভীর রাতের ঘটনা। গজনি প্রদেশের গভর্নর মহম্মদ আলি আহমেদি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেনার পোশাক পরা জঙ্গিরা রাত দু’টো নাগাদ জেলে হামলা চালায়। ঘণ্টাখানেকের তালিবানি তাণ্ডবে কার্যত তছনছ হয়ে গিয়েছে গজনি জেল। জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথমে জেলের মূল ফটকের সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় তারা। তার পর হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জেল চত্বরে। জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে চার পুলিশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আহমেদি। আহত হয়েছেন সাত জন। জেলের ৩৫৫ জন বন্দিকে মুক্ত করে নিয়ে পালিয়েছে তালিবান জঙ্গিরা। এই ঘটনার পরে গজনি জেলে আপাতত ৮২ জন বন্দি রয়েছে।

তবে প্রশাসন জানিয়েছে, হামলার আগেই ২০ জন দাগি আসামিকে অন্য একটি জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে যে বন্দিরা এখন মুক্ত, তাদের মধ্যে ১৪৮ জন দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছে প্রশাসন। কাল মাঝরাত থেকে আজ ভোরের মধ্যে গোটা গজনি শহরের প্রায় ১০ জায়গায় হামলা চালিয়েছে তালিবান।

জেল ভাঙার ঘটনার দায় স্বীকার করে আজ কাবুলের বিভিন্ন সংবাদমাধ্যমের দফতরে ই-মেল পাঠিয়েছে তালিবানি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। ন্যাটো বাহিনীর সাহায্য ছাড়া এই ধরনের তালিবানি আক্রমণ আফগান পুলিশ-প্রশাসন কী ভাবে সামলাবে, কাল রাতের ঘটনার পরে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Afghan Taliban Ghazni prison Taliban Jail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE