Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Afghan Woman

Afghan Women Judges: কারাদণ্ডের প্রতিশোধ! তালিবান-রাজে আফগান মহিলা বিচারপতিদের খুঁজে বেড়াচ্ছে খুনিরা

‘ইউরোউইকলি’-র রিপোর্ট বলছে, তালিবান ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত আফগানিস্তানে ২২০ জনের বেশি মহিলা বিচারপতি ঘরছাড়া।

তালিবান-রাজে আফগান মহিলা বিচারপতিদের খুঁজে বেড়াচ্ছে খুনিরা

তালিবান-রাজে আফগান মহিলা বিচারপতিদের খুঁজে বেড়াচ্ছে খুনিরা —ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
কাবুল শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৫
Share: Save:

কাবুলের মসনদে বসেই হাজার হাজার খুনি-অপরাধীদের জেল থেকে মুক্তি দিয়েছে তালিবান। তার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন আফগানিস্তানের মহিলা বিচারপতিরা। ‘ইউরোউইকলি’-র রিপোর্ট বলছে, তালিবান ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত আফগানিস্তানে ২২০ জনের বেশি মহিলা বিচারপতি ঘরছাড়া। এই বিচারপতিদের অধিকাংশই মহিলাদের অধিকার নিয়ে সরব ছিলেন। প্রাণের ভয়ে এখন তাঁরা গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের এক প্রাক্তন বিচারপতি ব্রিটেনের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুন, অত্যাচার, ধর্ষণে অভিযুক্ত অনেককেই সাজা দিয়েছিলেন তিনি। তারা এখন জেল থেকে বেরিয়ে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। তাঁর কথায়, ‘‘হঠাৎ-ই এক মধ্যরাতে জানতে পারি, বন্দিদের মুক্তি দিচ্ছে তালিবান। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘরবাড়ি ছেড়ে আমরা পালাতে হয়েছে আমাদের। বোরখা পরে শহর ছাড়তে হয়েছে। তার পর প্রতিবেশীদের থেকে জানতে পারি, আমার খোঁজ করতে করতে বাড়িতে চলে এসেছিল তালিবরা।’’

স্ত্রীকে খুন করার অভিযোগে সম্প্রতি এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ওই বিচারপতি। তিনি বলেন, ‘‘সাজা শোনার পর ওই অপরাধী আমায় বলেছিল, ‘আমার স্ত্রীর যা পরিণতি হয়েছে, আমি জেল থেকে বেরোলে তোমারও একই পরিণতি হবে।’ তখন স্বাভাবিক ভাবেই ওর কথায় গুরুত্ব দিইনি। তালিবান ক্ষমতায় আসার পর আমায় একাধিক বার ফোন করেছিল ও। আদালত থেকেই আমার সম্পর্কে সব তথ্য পেয়েছিল। আমায় বলেছে, খুঁজে বার করে বদলা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Afghan Woman Taliban 2.0
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE