আফগানিস্তানে নিজের বাড়ির সামনে খুন হলেন সমাজকর্মী ফ্রেশতা কোহিস্তানি। বৃহস্পতিবার মোটরবাইকে চেপে তাঁর সামনে হাজির হয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায়। তাতেই মৃত্যু হয় ফ্রেশতার। গুলিবিদ্ধ হন তাঁর এক ভাইও। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁরও মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
কাপিসা প্রদেশের কোহিস্তান জেলার হেস-ই-আওয়াল এলাকায় দানহো গ্রামে বসবাস ছিল ফ্রেশতার। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ওই ঘটনা ঘটে বলে আফগান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
নারী অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন ২৯ বছরের ফ্রেশতা। গতবছর প্রেসিডেন্ট নির্বাচনে আবদুল্লা আবদুল্লার হয়ে প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার পাশাপাশি, নারী অধিকার নিয়ে মানুষকে সচেতন করতে কাবুল-সহ দেশের নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন তিনি। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ফ্রেশতা জানান, তিনি খুনের হুমকি পাচ্ছেন। প্রশাসনের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন।