গ্রন্থাগার থেকে বই নিয়েছিলেন ১৯৬৬ সালে। ফেরত যখন দিলেন, তখন কেটে গিয়েছে ৫৬ বছর! ইংল্যান্ডের হুইটলি বে-র এই ঘটনাটি ছড়িয়েছে সমাজমাধ্যমে।
বছর সত্তরের লেসলি হ্যারিসন জানিয়েছেন, জীবনে কোনও ধার রাখেননি। গ্রন্থাগার থেকে বই নিলেও তা ফিরিয়ে দিয়েছেন সময়ের আগেই। শুধু এক বারই এর ব্যতিক্রম হয়। জার্মান ভাষা শিখতে ‘হুইটলি বে গ্রামার স্কুল’-এ ভর্তি হয়েছিলেন। সেই সময়ে বয়স ১৪ বছর। একটি বই নিয়েছিলেন গ্রন্থাগার থেকে। বইটির পিছনে লেখা ছিল, ২১ দিনের মধ্যে ফেরত দিতে হবে। না-হলে জরিমানা বাবদ প্রতি সপ্তাহে গুনতে হবে তিন পেন্স। লেসসি জানান, কিছু দিন পরে যখন বাড়ি বদল করেন, বইটি নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। পরে সেটি নজরে এলেও বড় অঙ্কের জরিমানা দেওয়ার ভয়ে আর ফেরত দেননি।
কিন্তু হঠাৎই এক দিন গ্রন্থাগার কর্তৃপক্ষ জানান, পুরনো বই ফেরত দিতে কোনও গুনতে হবে না জরিমানা। এর পরেই লেসলি বইটি ফেরত দেবেন বলে ঠিক করেন। বইটি পেয়ে গ্রন্থাগারের কর্মীরাও হিসেব করে দেখা যায়, বইটির জন্য লেসলিকে জরিমানা দিতে হত প্রায় ২ হাজার ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)