Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নির্বাচনের এক সপ্তাহ পরে ভোট দেওয়ার আর্জি ট্রাম্প পুত্রের, হাসির খোরাক সোশ্যাল মিডিয়ায়

নির্বাচন শেষ হয়ে যাওয়ার এক সপ্তাহ পরে এই পোস্ট করায় হাসি ঠাট্টা শুরু হয় সেই নিয়ে। সঙ্গে সঙ্গে পোস্ট ডিলিট করা হয় অ্যাকাউন্ট থেকে।

এরিক ট্রাম্প। ফাইল চিত্র

এরিক ট্রাম্প। ফাইল চিত্র

সংবাদসংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৫:৫২
Share: Save:

নির্বাচন মিটে গিয়েছে এক সপ্তাহ হয়েছে। এতদিন পরে হঠাৎ ট্রাম্পের বড় ছেলে এরিক ট্রাম্প ভোট দেওয়ার আর্জি জানালেন টুইট করে! ব্যাপারটা কী? আসলে যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ তাঁর করা ওই পোস্টটি পরে আপলোড হয় ট্যুইটারে। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন এরিক। সঙ্গে সঙ্গে ট্যুইট ডিলিট করেও রক্ষা হল না। স্ক্রিনশট তুলে ঠাট্টা করতে শুরু করলেন নেটাগরিকরা।

আরও পড়ুন: ভোটে হেরেই প্রতিরক্ষা সচিবকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প

এ দিন হঠাৎই ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চেয়ে মিনেসোটার মানুষের জন্য একটি পোস্ট করা হয়। নির্বাচন শেষ হয়ে যাওয়ার এক সপ্তাহ পরে এই পোস্ট করায় হাসি ঠাট্টা শুরু হয় সেই নিয়ে। সঙ্গে সঙ্গে পোস্ট ডিলিট করা হয় অ্যাকাউন্ট থেকে। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট উঠে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বিষয়ক অভিনব পোস্ট পেয়ে আলোচনা শুরু করতে ছাড়েননি কেউ। কারণ, এমন ভুল চোখ এড়িয়ে যাওয়া অস্বাভাবিক। আর নির্বাচনের পরাজয়ের পর ট্রাম্প বিরোধীরা নতুন উদ্যমে হাসি ঠাট্টায় মেতেছেন তাঁর জমানা নিয়ে।

ভোটের সময় প্রচারের কেন্দ্রেই ছিলেন এরিক। তিনি একাধিক ট্যুইট করে ট্রাম্পের হয়ে ভোট চেয়েছিলেন। মনে করা হচ্ছে, সেই সময়ে করা একাধিক ট্যুইটের মধ্যে একটি শিডিউলিং-এ সমস্যার কারণে নজর এড়িয়ে গিয়ে পোস্ট হয় এক সপ্তাহ বাদে। তাতেই যত বিপত্তি।

আরও পড়ুন: ফাইজারের করোনা টিকার পিছনে রয়েছেন এই দম্পতি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trump Donald Trump Eric Trump American Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE