Advertisement
১৭ মে ২০২৪

আমেরিকায় খুন ভারতীয় দম্পতি

মার্কিন মুলুকে মেয়ের প্রাক্তন প্রেমিকের হাতে খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি। সান হোসের ঘটনা। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ওই দম্পতির বাড়িতে ঢুকে দু’জনকে গুলি করে হত্যা করে মির্জা টাটলিক নামে বছর চব্বিশের এক যুবক।

ওয়াশিংটন
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০২:৪৭
Share: Save:

মার্কিন মুলুকে মেয়ের প্রাক্তন প্রেমিকের হাতে খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি। সান হোসের ঘটনা। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ওই দম্পতির বাড়িতে ঢুকে দু’জনকে গুলি করে হত্যা করে মির্জা টাটলিক নামে বছর চব্বিশের এক যুবক। পরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তারও।

পুলিশ সূত্রের খবর, নিহত নরেন প্রভু সিলিকন ভ্যালিতে জুনিপার নেটওয়ার্কস নামে একটি সংস্থার সিনিয়র ম্যানেজার পদে ছিলেন। স্ত্রী রায়না এবং তিনি আদতে কর্নাটকের মেঙ্গালুরুর বাসিন্দা। তাঁদের তিন সন্তান। যদিও মেয়ে র‌্যাচেল তাঁদের সঙ্গে থাকেন না। সান হোসের পুলিশ প্রধান জানিয়েছেন, এই র‌্যাচেলের সঙ্গেই সম্পর্ক ছিল অভিযুক্ত যুবকের। যদিও এক বছর আগেই সেই সম্পর্ক ভেঙে যায়। মির্জা মানসিক ভাবে সুস্থ ছিল না। পারিবারিক হিংসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানাচ্ছে, সম্ভবত র‌্যাচেলের উপর বদলা নিতেই খুনের ছক কষেছিল সে।

ঘটনাটি প্রথম পুলিশকে জানান প্রভুর কুড়ি বছরের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, দরজার কাছেই পড়ে রয়েছে প্রভুর মৃতদেহ। প্রভুর ছেলেই জানান, তাঁর মা’কে খুন করে ভাইকে ঘরের ভিতর আটকে রেখেছে মির্জা। পরে ১৩ বছরের ওই কিশোরকে ছেড়ে দিলেও আত্মসমর্পণ করতে রাজি হয়নি মির্জা। ঘটনাস্থলে আসে বিশেষ বাহিনী সোয়াট। তবে তার আগে পুলিশ ভিতরে ঢুকে রায়না ও মির্জার মৃতদেহ দুটি দেখতে পায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Gun
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE