আন্তর্মহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জোরদার সাফল্যের পথে আরও এক ধাপ এগোলো পিয়ংইয়ং। আজ মার্কিন সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ফের একটি রকেট ইঞ্জিনের সফল উক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। ‘পুকগুকসং ২’ নামের এই রকেটটি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে মার্কিন সেনাবাহিনীর তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
কয়েক মাস ধরে লাগাতার ক্ষেপণাস্ত্র ও রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। আমেরিকার হুমকির তোয়াক্কা না করেই। আর উত্তর কোরিয়াকে ‘বোঝাতে’ চিনকে সমানে চাপ দিয়ে চলেছে হোয়াইট হাউস। গতকালই হোয়াইট হাউসের এক বৈঠকে ডাকা হয়েছিল আমেরিকায় কর্মরত চিনের এক শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচিকে। ইয়াং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বাস দেন, উত্তর কোরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে বেজিং।
তার পরেই আজ উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘সেন্ট্রাল নিউজ এজেন্সি’ থেকে ফের রকেট উৎক্ষেপণের খবর পাওয়া গিয়েছে। মার্কিন সেনাবাহিনীর মতে, এই ধরনের রকেটের সাহায্যে আমেরিকার মূল ভূখণ্ডেও হামলা চালানো যাবে। ফলে দুশ্চিন্তা যাচ্ছে না ট্রাম্পের