মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে রাশিয়া। সেই ঠান্ডাকে উপেক্ষা করে শনিবার মস্কোর রাস্তায় নেমে এল হাজার হাজার বিক্ষোভকারী। বিরোধী নেতা এবং সমাজসেবী অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠল মস্কো-সহ রাশিয়ার ১০০টি শহর।
মস্কোর পুস্কিন স্কোয়ারে বিক্ষোভ চলছিল। বিক্ষোভ ঠেকাতে পুলিশ এলে তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। টেনেহিঁচড়ে গাড়িতে একের পর এক বিক্ষোভকারীকে তুলে নিয়ে যায় তারা। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় আড়াই হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের মধ্যে শামিল ছিলেন নাভালনির স্ত্রী ইউলিয়া-ও। তাঁকেও রেয়াত করা হয়নি। গ্রেফতার করা হয়েছে ইউলিয়াকে।
এক বিক্ষোভকারীর কথায়, “পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের পর্যায়ে পৌঁছেছে। দেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আমরা যদি চুপ করে বসে থাকি, তা হলে এ রকম পরিস্থিতি চলতেই থাকবে।” প্রেসিডেন্ট পুতিনের উপর ক্ষোভ উগড়ে দেন বহু বিক্ষোভকারী।