Advertisement
E-Paper

ভোটের বাংলাদেশে রাজনৈতিক হিংসা, বিতর্কিত প্রচারকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সংঘর্ষ, আহত ৩০

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনেই এক দফায় নির্বাচন হবে । ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। তার আগে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৪:১৭

প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের আগে এ বার হিংসা ছড়াল বাংলাদেশের ভোলা জেলায়। অভিযোগের তির প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামায়াতে ইসলামি (জামাত নামেই যা পরিচিত)-র দিকে। শুক্রবার রাতে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন জখম হয়েছেন বলে সে দেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে।

প্রকাশিত খবরে দাবি, লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদবাজারে নির্বাচনী প্রচারের সময় জামাতের কর্মীরা বিতর্কিত মন্তব্য করছিলেন। তা নিয়ে বচসা থেকেই সংঘর্ষের সূত্রপাত। রাত আটটা থেকে শুরু হয়ে বেশ কয়েক ঘণ্টা সংঘর্ষ চলে। পরে পুলিশ আসে, আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা জেলা সদর হাসপাতাল-সহ এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনেই এক দফায় নির্বাচন হবে । ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। জাতীয় সংসদের নির্বাচনে জুলাই আন্দোলনের ছাত্র-যুব নেতাদের একাংশের গড়া রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-সহ আটটি দলের সঙ্গে আসন সমঝোতা করেছে জামাত। কয়েকটি প্রাক্‌-নির্বাচনী জনমত সমীক্ষার ইঙ্গিত, নির্বাচনে বিএনপি প্রথম এবং জামাতের দ্বিতীয় স্থান অধিকার করার সম্ভাবনা বেশি। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে বাংলাদেশে।

Bangladesh Election Bangladesh Unrest Bangladesh Bangladesh general election bnp Jamaat-e-Islami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy