ফ্রান্সের পিছু ছাড়ছে না জঙ্গিরা?
হামলা নয়। এ বার বোমাতঙ্ক।
যে আশঙ্কায় মরিশাস থেকে প্যারিস যাওয়ার পথে কেনিয়ায় সমুদ্রোপকূলবর্তী শহর মোমবাসায় তড়িঘড়ি নেমে পড়তে বাধ্য হল এয়ার ফ্রান্সের বিমান। কেনিয়া পুলিশ জানিয়েছে, আকাশে থাকার সময় এয়ার ফ্রান্সের ওই বিমানের শৌচালয়ের কাছে এক বিমানসেবিকার নজরে পড়ে একটি সন্দেহজনক যন্ত্র। ওই যন্ত্রটি কোনও বোমা বা বিস্ফোরক হতে পারে, এই আশঙ্কায় তড়িঘড়ি কেনিয়ায় নেমে পড়ে বিমানটি।