Advertisement
E-Paper

দুর্নীতির দায়ে জেলে সাংসদ

অবৈধ সম্পদ অর্জন ও তার তথ্য গোপনের দায়ে বুধবার ক্ষমতাসীন আওয়ামি লিগের এক সাংসদকে ৩ বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশের একটি আদালত। কক্সবাজারের এই সাংসদের নাম আব্দুর রহমান বদি।

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৩:২৩

অবৈধ সম্পদ অর্জন ও তার তথ্য গোপনের দায়ে বুধবার ক্ষমতাসীন আওয়ামি লিগের এক সাংসদকে ৩ বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশের একটি আদালত। কক্সবাজারের এই সাংসদের নাম আব্দুর রহমান বদি। এই সাংসদ ও তাঁর পরিবারের কয়েক জনের বিরুদ্ধে বিপুল পরিমাণ মাদক পাচারের মামলাও রয়েছে। অভিযোগ, ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার সম্পদ গোপন করে সরকারকে মিথ্যা তথ্য দিয়েছেন এই সাংসদ। এ ছাড়া অবৈধ ভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে তিনি কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়েছেন। এই সব অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০১৪-র ২১ অগস্ট তাঁর বিরুদ্ধে মামলা করে। শুনানি শেষে বুধবার বদিকে সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। তার পরেই বদিকে জেলে নিয়ে যাওয়া হয়। এই রায় প্রকাশের পর কক্সবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বদির কয়েকশো সমর্থক।

Awami League Abdur Rahman Bodi corruption case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy