Advertisement
৩০ এপ্রিল ২০২৪
US Reacts To Modi

মোদীর ‘ঘুস কর মারেঙ্গে’ মন্তব্য নিয়ে মুখ খুলল আমেরিকা! ‘পরামর্শ’ও দিল ভারত এবং পাকিস্তানকে

আমেরিকার দাবি, ভারত এবং পাকিস্তানের উচিত ঝামেলা এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। এ বিষয়ে আমেরিকা দু’পক্ষকে উৎসাহিত করেছে বলেও মঙ্গলবার মন্তব্য করেছেন আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ১০:৩০
Share: Save:

পাকিস্তানের মাটিতে ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান সংক্রান্ত অভিযোগ নিয়ে এ বার মুখ খুলল আমেরিকা। আমেরিকার দাবি, ভারত এবং পাকিস্তানের উচিত ঝামেলা এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। এ বিষয়ে আমেরিকা দু’পক্ষকে উৎসাহিত করেছে বলেও মঙ্গলবার মন্তব্য করেছেন আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার। তবে দু’দেশের মধ্যে ঝামেলা হলে আমেরিকা ‘নাক গলাবে না’ বলেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ম্যাথু।

ম্যাথু বলেন, ‘‘আমি আগেই বলেছি, আমেরিকা দু’দেশের মাঝখানে ঢুকবে না। তবে আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা এড়াতে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বার করতে উৎসাহিত করি।’’

সম্প্রতি ব্রিটেনের সংবাদমাধ্যমের ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২০ সাল থেকে পাকিস্তানে ঢুকে মোট ২০ জন জঙ্গিকে খতম করেছে ভারত। যদিও বিদেশ মন্ত্রকের তরফে সরাসরি ব্রিটিশ সংবাদমাধ্যমের ওই দাবি খারিজ করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেন, ‘‘এমন অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং বিদ্বেষমূলক।’’

ব্রিটেনের সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পরেই এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘দেশে শক্তিশালী সরকার রয়েছে। দেশে জঙ্গি হামলা হলে প্রয়োজনে এই মজবুত সরকার প্রতিবেশীদের ঘরে ঢুকে জঙ্গিদের নিকেশ করবে।’’ মোদীর ‘ঘর মে ঘুসকে মারেঙ্গে’ মন্তব্য শোনা গিয়েছিল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের কন্ঠেও। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর ওই মন্তব্যকে ‘উস্কানিমূলক’ আখ্যা দিয়ে পাকিস্তান জানিয়েছিল, ‘‘পাকিস্তান সব সময় শান্তিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’’ ভারত-পাকিস্তানের এই জটিলতা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু বলেন, ‘‘ভারত সামীন্ত পেরিয়ে জঙ্গিদের শেষ করার বিষয়ে দ্বিধা করবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PM Narendra Modi america Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE