সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে কিউবাকে সরানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। ২০২১ সালে কিউবাকে ওই তালিকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই ট্রাম্প ফের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ঠিক আগে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মত কূটনীতিকদের।
হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকার সংবিধান ও আইন মেনে সন্ত্রাসে রাষ্ট্রীয় মদতদাতাদের তালিকা থেকে কিউবাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। এই সিদ্ধান্তের আগের ৬ মাস কিউবা সরকার কোনও সন্ত্রাসবাদী কাজে মদত দেয়নি। এই ধরনের কাজে মদত দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা। প্রয়াত ফিদেল কাস্ত্রোর সময় থেকেই আমেরিকা বারবার কিউবার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ তুলেছে।
২০২১ সালে কিউবাকে সন্ত্রাসে মদতদাতাদের তালিকায় অন্তর্ভুক্ত করার সময়ে আমেরিকার তরফে জানানো হয়েছিল, ভেনেজ়ুয়েলা ও পশ্চিম গোলার্ধে নানা অনৈতিক কাজে মদত দিচ্ছে কিউবা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)