অনেক শিল্পীই নিজের ছবি আঁকেন। কিন্তু কাউকে দেখেছেন, যিনি এমন ছবি আঁকছেন, যাতে দেখা যাচ্ছে তিনি নিজের ছবিই আঁকছেন, সেই ছবির ভিতরও দেখা যাচ্ছে তিনি নিজেরই ছবি আঁকছেন? বিভ্রান্ত হলেন? তবে ছবিটা দেখলে হয়তো আপনার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে!
আমেরিকার শিকাগো শহরের শিল্পী সিমাস রে এমনই একটি ছবি এঁকেছেন, যেটি দেখলে মনে হবে যেন তিনি ইলিউশন তৈরি করছেন ক্যানভাসে। সিমাস প্রথমে এমন একটি ছবি আঁকেন যেখানে দেখা যাচ্ছে তিনিই তুলি হাতে যেন কিছু আঁকছেন। আবার সেই ছবিটিকে ভিতরে রেখে, তার বাইরে একটি ছবি আঁকেন যা দেখলে মনে হবে আগের ছবিটি তিনি আঁকছেন। আবার সেই ছবিকে ক্যানভাসের মাঝে রেখে তার উপরে নিজের আরও একটি ছবি আঁকেন। এমন করে তিনি পাঁচটি স্তর তৈরি করেন। দেখে মনে হবে ছবির মধ্যে ছবি। আর প্রতিটি স্তরেই তিনিই তাঁর ছবি আঁকছেন।
নিজের ইনস্টাগ্রামে ধাপে ধাপে কী ভাবে এই পাঁচ স্তরের ছবি তৈরি করেছেন, তা একে একে পোস্ট করেছেন। শেষে পোস্ট করেছেন চূড়ান্ত ছবিটি। যেখানে ক্যানভাসের বাইরে সত্যিকারের তিনি পোজ দিয়েছেন হাতে তুলি নিয়ে একই ভঙ্গিমায়, এ যেন এক লুপ তৈরি করেছেন তিনি রং-তুলি দিয়ে।