আবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া! ভারতীয় সময় অনুযায়ী শনিবার সন্ধ্যায় পূর্ব রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। প্রসঙ্গত, গত রবিবার ওই একই এলাকায় ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ফলে একের পর এক ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে পূর্ব রাশিয়ায়।
ইউরোপীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের রিপোর্ট জানিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী শনিবার সন্ধ্যায় পূর্ব-রাশিয়ার কামচাটকার কাছে কুরিল দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) নীচে। তবে এ বারের ভূমিকম্পের পর সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
প্রসঙ্গত, গত ৩ অগস্ট, রবিবার ওই একই এলাকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তারও আগে, গত ৩০ জুলাই রাশিয়ার পূর্বে কামচাটকা উপদ্বীপ ৮.৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে আছড়ে পড়ে সুনামিও। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও সুনামি আছড়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, বড়সড় মাপের ওই ভূমিকম্পের পর থেকে এখনও পর্যন্ত পূর্ব রাশিয়ার বিস্তীর্ণ এলাকায় প্রায় শতাধিক ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। সেই আবহেই এ বার ফের কেঁপে উঠল কুরিল দ্বীপপুঞ্জ।