মাত্র দু’দিন আগেই কাবুলে সরকারি আধিকারিকদের নিশানা করে আত্মঘাতী তালিবান জঙ্গি। বিস্ফোরণে মৃত্যু হয় ৩৫ জনের। ৪৮ ঘণ্টার মধ্যে ফের আঘাত। কাল রাতে কন্দহরের খাকরেজ জেলার কারজালি এলাকায় আফগান সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ২৬ জন সেনাকে মেরে ফেলেছে তালিবানি জঙ্গিরা। আহত ১৩ জন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানিয়েছেন, সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে অনেক জঙ্গিরও।
কারজালির বাসিন্দারা জানান, কাল রাতে তিরিশটি গাড়ির কনভয় করে শ’খানেক জঙ্গি সেনা ঘাঁটিতে আক্রমণ চালায়। প্রথমেই গোটা শিবির ঘিরে ফেলে তারা। তার পরই স্বয়ংক্রিয় রাইফেল থেকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। একটি আউটপোস্ট দখল করে সেনার অনেক অস্ত্র লুঠ করে জঙ্গিরা। পরে সেই আউটপোস্ট জঙ্গিমুক্ত করতে সক্ষম হয়েছে সেনা। সরকারি সূত্রের খবর, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আশিরও বেশি জঙ্গির। হামলার পর পরই গোটা ঘটনার দায় স্বীকার করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে বিবৃতি দিয়েছে তালিবান।
২০১৪ সালে বারাক ওবামার আমলেই আফগানিস্তান থেকে সেনা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। কিন্তু তার পর থেকে নিরাপত্তার অবনতি ঘটতে থাকে। সম্প্রতি আফগানিস্তানে আরও চার হাজার মার্কিন সেনা পাঠানোর কথা ঘোষণা করে পেন্টাগন। পরিসংখ্যান বলছে, তার পর থেকে জঙ্গি হামলা বেড়েছে। নিশানা করা হচ্ছে সেনা ও নিরাপত্তা বাহিনীকে। চলতি বছরেই জঙ্গি হামলায় আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন দু’হাজারের কাছাকাছি মানুষ। যাঁদের একটা বড় অংশ সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য।