অস্ট্রেলিয়া সরকারের নয়া তথ্যপ্রযুক্তি আইন প্রত্যাহার করা না হলে গ্রাহক পরিষেবা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন গুগলের পরিচালক সংস্থা অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাই। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠকে পিচাই এই সিদ্ধান্তের কথা জানান বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও গুগলের তরফে এই বৈঠক সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
অস্ট্রেলিয়া সরকারের নতুন ‘ডেটা পলিসি’ অনুসারে গুগল নিউজ বা ফেসবুকের মত প্ল্যাটফর্মকে কোনও খবর প্রকাশ করতে গেলে সংশ্লিষ্ট খবরের প্রকাশককে টাকা দিতে হবে। পিচাইয়ের মতে, মিডিয়া বাণিজ্যের জন্যে ক্ষতিকর এই নিয়ম। তাই সার্চ ইঞ্জিন অস্ট্রেলিয়াতে চালাবেন না বলে জানিয়ে দেন তিনি।
প্রধানমন্ত্রী মরিসন অবশ্য পিচাইয়ের সঙ্গে তাঁর বৈঠককে ‘ইতিবাচক’ বলেছেন। তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে গঠনমূলক এবং সম্মানজনক আলোচনা হয়েছে।’’