সরকারের ‘উদার’ অভিবাসন নীতির বিরুদ্ধে পথে নামলেন অস্ট্রেলিয়ার মানুষ। আজ সিডনি, মেলবোর্ন, ক্যানেবেরার মতো বেশ কয়েকটি বড় বড় শহরে প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা। মূল নিশানায় ছিলেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় অভিবাসীরা। মধ্য-বামপন্থী অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন মন্ত্রী অবশ্য এই বিক্ষোভ সমাবেশকে ‘নব্য-নাৎসিদের মিছিল’ আখ্যা দিয়ে গোটা ঘটনার সমালোচনা করেছেন। অভিবাসন-বিরোধী মিছিলের বিরোধিতা করেও মিছিল হয়েছে সিডনি, মেলবোর্নে।
‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ নামে একটি সংগঠন আজকের এই সমাবেশের মূল আয়োজক ছিল। সিডনিতে জড়ো হন অন্তত ৮ হাজার মানুষ। ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমাদের সম্প্রদায়কে যে বন্ধন যুক্ত করে রাখে, তা গণঅভিবাসনের কারণে নষ্ট হয়ে যাচ্ছে’। গত কাল তারা তাদের এক্স হ্যান্ডলে লেখে, ‘মূলধারার রাজনীতিবিদদের যে সাহসটা নেই, সেই গণঅভিবাসন বন্ধ করাই মিছিলের মূল উদ্দেশ্য হতে চলেছে’। আজ বিশেষ করে নিশানা করা হয়েছে ভারতীয় অভিবাসীদের। মিছিলে যে সব লিফলেট বিলি হয়েছে, তার একটিতে লেখা ছিল, ‘আগামী পাঁচ বছরের মধ্যে গ্রিক বা ইটালিয়ানদের ছাপিয়ে যাবেন ভারতীয়েরা’। মারে ওয়াট নামে এক মন্ত্রী বলেছেন, ‘‘এই মিছিলের তীব্র বিরোধিতা করছি। যে মিছিলে ঘৃণা ছড়ানো হয়, আমাদের সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা হয়, তা আমরা কখনওই সমর্থনকরি না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)