Advertisement
২২ মার্চ ২০২৩
Boris Johnson

Rishi Sunak: আর যে-ই হোন, ঋষি সুনক নয়! ঘনিষ্ঠদের বলছেন বরিস জনসন: দাবি একাধিক রিপোর্টে

ঋষির বদলে অন্য কে প্রধানমন্ত্রী হতে পারেন, প্রকাশ্যে কোনও নাম বলছেন না তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী হিসাবে লিজ ট্রাস বরিসের প্রথম পছন্দ।

ফাইল চিত্র।

সংবাদসংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ০০:৫৯
Share: Save:

একদা ঋষি সুনক ছিলেন তাঁর অন্যতম সমর্থক। কিন্তু সেই ঋষিই কিছু দিন আগে তাঁর বিরুদ্ধে একরাশ অভিযোগের তির ছুড়ে দিয়ে পদত্যাগ করেছেন। কার্যত তার জেরেই গদি হারিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে কাজ চালাতে হচ্ছে বরিস জনসনকে। সেই বরিস এ বার দলের ঘনিষ্ঠদের কাছে বলতে শুরু করেছেন, আর যেই হোক না কেন, ঋষিকে যেন প্রধানমন্ত্রী না করা হয়। একাধিক সংবাদমাধ্যমের খবরে তেমনটাই দাবি করা হচ্ছে।

Advertisement

কনজারভেটিভ দলের নেতা হিসাবে এখন পর্যন্ত যে কয়েকটি ধাপে ভোট হয়েছে তাতে স্পষ্ট, প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়েই রয়েছেন ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের কর্ণধার নারায়ণমূর্তির জামাই ঋষি। ওই খবর অনুযায়ী, এমনটা না পসন্দ বরিসের।

ঋষির বদলে অন্য কে প্রধানমন্ত্রী হতে পারেন প্রকাশ্যে কোনও নাম বলছেন না বরিস। তবে ঘনিষ্ট সূত্রে খবর, প্রধানমন্ত্রী হিসাবে লিজ ট্রাসই তাঁর প্রথম পছন্দ। যাঁকে শপথ নেওয়ার পরেই তিনি বিদেশমন্ত্রী করেছিলেন। এ ছাড়া তাঁর পছন্দের তালিকায় রয়েছেন পেনি মরডান্ট। তবে আরও যে-ই হোক ‘ঋষি কখনই নয়’।

সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বরিসের অনুগামীরা ইতিমধ্যেই ‘গোপনে’ জোরদার প্রচার শুরু করে দিয়েছেন ঋষির বিরুদ্ধে। তবে ঋষির পদত্যাগের কয়েক মিনিটের মধ্যে ইস্তফা দেন বরিসের মন্ত্রিসভার আর এক মন্ত্রী সাজিদ জাভিদ। তাঁর বিরুদ্ধে অবশ্য কোনও ক্ষোভ নেই ব্রিটেনের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে তাঁকে বার করে দেওয়ার পিছনে তাঁর প্রাক্তন অর্থমন্ত্রী ঋষির হাত রয়েছে বলেই মনে করেন বরিস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.