Advertisement
০৫ মে ২০২৪

ব্যাঙ্কক বিস্ফোরণ

ব্যাঙ্কক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত বাংলাদেশ থেকে নয়াদিল্লি ও আবু ধাবি হয়ে তুরস্কে পালিয়েছে বলে ধারণা তাইল্যান্ড পুলিশের। ব্রহ্ম মন্দিরের সামনে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করেছে মালয়েশীয় পুলিশ।

সংবাদ সংস্থা
ব্যাঙ্কক শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৭
Share: Save:

ব্যাঙ্কক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত বাংলাদেশ থেকে নয়াদিল্লি ও আবু ধাবি হয়ে তুরস্কে পালিয়েছে বলে ধারণা তাইল্যান্ড পুলিশের। ব্রহ্ম মন্দিরের সামনে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করেছে মালয়েশীয় পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণের মূল পরিকল্পনা যার, সেই আবু দুস্তার আবদুলরহমান ওরফে ইজান চিনের উইঘুর জনগোষ্ঠীর সদস্য। এই জনগোষ্ঠীর একাংশ দীর্ঘ দিন ধরে চিনা সরকারের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত। রবিবার ওই সন্দেহভাজন জঙ্গির একটি ছবিও প্রকাশ করেছে তাই পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE