আগামী বছরের ফেব্রুয়ারি মাসের গোড়ায় বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সে দেশের নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জোরকদমে প্রস্তুতি নেওয়া পালা চলছে বলে সে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বৃহস্পতিবার জানিয়েছেন।
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাসিরউদ্দিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আগামী বছর রমজানের আগে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা তা জোরেকদমে নিচ্ছি।’’ প্রসঙ্গত, গত মঙ্গলবার আমেরিকা সফররত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও ফেব্রুয়ারির গোড়ায় নির্বাচনের আয়োজনের কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ৫ অগস্ট ক্ষমতার পালাবদলের বর্ষপূর্তির দিনে জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনূস জানিয়েছিলেন, আগামী বছর রমজান শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের নির্বাচন করতে চান। তিনি বলেছিলেন, ‘‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’’ তার পরেই দিনই ইউনূস চিঠি পাঠালে ভোটার তালিকা সংশোধন ও আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে কমিশন। ইতিমধ্যেই সে কাজ শেষ হয়েছে। গত ২৭ অগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদনও করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। চলতি বছরের শেষেই নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হতে পারে বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)