আবার ‘বঙ্গোপসাগর-বিতর্ক’ খুঁচিয়ে তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার ‘বিশ্ব হাইড্রোগ্রাফি (পৃথিবীর জলভাগ সংক্রান্ত) দিবস’ উপলক্ষ্যে আয়োজিত একটি কর্মসূচিতে তিনি বলেন, ‘‘বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
গত এপ্রিল মাসে চিন সফরে গিয়ে ইউনূস বলেছিলেন, “সমুদ্রের (বঙ্গোপসাগর) একমাত্র অভিভাবক বাংলাদেশ।” চিন এবং বাংলাদেশ লাগোয়া উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন যে, “ভারতের পূর্ব দিকের সাত রাজ্যকে বলা হয় সাত বোন। এগুলি স্থলভাগ দিয়ে ঘেরা। এদের সমুদ্রে পৌঁছোনোর কোনও পথ নেই।”
সে সময় ইউনূসের ওই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। চিনের মাটিতে দাঁড়িয়ে প্রকারান্তরে তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। শুক্রবার ভারতের নাম না করে ইউনূসের মন্তব্য, ‘‘আমাদের দেশগুলিও তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগরের ওপর অনেকাংশে নির্ভরশীল।’’ বাংলাদেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তোলার উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিভাগগুলিকে আরও পেশাদারিত্ব, দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার ‘পরামর্শ’ও দেন তিনি।