মারা গেলেন বাংলাদেশের ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান। রবিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। তাঁর স্ত্রী আইভি জামান জানান, হামিদুজ্জামান ডেঙ্গি ও নিউমোনিয়ায় ভুগছিলেন।
ভাস্কর্যের পাশাপাশি জলরঙের ছবিতেও অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি। স্বাধীনতার পরে ১৯৭২ সালে ভাস্কর আব্দুর রাজ্জাকের সঙ্গে তিনি জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গি’ ভাস্কর্য নির্মাণের কাজ করেন। এটি বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিষয়ে প্রথম ভাস্কর্য। ব্রাহ্মণবাড়িয়ায় ‘জাগ্রত বাংলা’, জহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’, ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’, মতিঝিলে বাংলাদেশ ব্যাঙ্ক ভবন প্রাঙ্গণে ‘ইউনিটি’ হামিদুজ্জামানের অন্যতম উল্লেখযোগ্য ভাস্কর্য। ২০০৬ সালে তিনি শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক পান। ফেলো ছিলেন বাংলা একাডেমিরও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)