Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lebanon

বেইরুটে বিস্ফোরণ

লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান জানিয়েছেন, যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত রাখা ছিল।

বিস্ফোরণে জখম মহিলা। (ডান দিকে) পাকিয়ে উঠেছে লাল ধোঁয়ার কুণ্ডলী। মঙ্গলবার বেইরুটে। এএফপি

বিস্ফোরণে জখম মহিলা। (ডান দিকে) পাকিয়ে উঠেছে লাল ধোঁয়ার কুণ্ডলী। মঙ্গলবার বেইরুটে। এএফপি

সংবাদ সংস্থা
বেইরুট শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৬:০২
Share: Save:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী। বেইরুটে মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে বন্দর এলাকায়। প্রথমে আগুন ও লাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে পাকিয়ে ওঠার কয়েক মুহর্তের মধ্যে বিশাল জলরাশি বা সাদা রাসায়নিকের বলয় ছিটকে আকাশে ওঠে। হতাহতের প্রকৃত সংখ্যা জানানোর মতো পরিস্থিতিতে নেই প্রশাসন। তবে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, জখম কমপক্ষে ২৭০০ জন। ৫০টিরও বেশি মৃতদেহ মিলেছে। উপচে পড়ছে শহরের হাসপাতালগুলি।

লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান জানিয়েছেন, যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত রাখা ছিল। স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বেশ কিছু আহতের সঙ্গে কথা বললেও, নিহতের সংখ্যা জানাতে পারেননি। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। কেউ কেউ মনে করছেন, এটা দুর্ঘটনাও হতে পারে।

তবে লেবাননে খুবই স্পর্শকাতর ও জটিল সময়ে ঘটল এই ঘটনা। পরিস্থিতিকে যা আরও জটিল করে তুলল বলে মনে করা হচ্ছে। এমনিতেই দেশের আর্থিক সঙ্কট নিয়ে চাপানউতোর, উত্তেজনা রয়েছেই। তার উপরে আগামী শুক্রবার গোটা দেশের পক্ষে গুরুত্বপূর্ণ একটি মামলার রায় হওয়ার কথা, যার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। ২০০৫ সালে খুন হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি। শুক্রবার তার রায় বেরোবে। এই সময়ে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে দেশে অস্থিরতা বাড়ানোর চেষ্টা করল, কিংবা দু’টি বিষয়ের মধ্যে আদৌ কোনও যোগ আছে কি না, এই মুহূর্তে তা স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lebanon Beirut Explosion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE