Advertisement
E-Paper

রাষ্ট্রের স্বীকৃতি পাবে প্যালেস্টাইন, ইজ়রায়েলকে চাপে ফেলে ঘোষণা করল নেটোর সদর দফতরের দেশ

বেলজিয়ামের বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার এক্স পোস্টে, ‘‘প্যালেস্টাইনকে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে এবং ইজ়রায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩২
Belgium announces to recognise Palestine at UN General Assembly, sanctions on Israel

(বাঁদিকে) ম্যাক্সিম প্রেভো এবং বেঞ্জামিন নেতানিয়াহু (ডানদিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফ্রান্স, ব্রিটেনের পরে এ বার বেলজিয়াম। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করল পশ্চিম ইউরোপে আমেরিকার আর এক গুরুত্বপূর্ণ সামরিক মিত্র বেলজিয়াম। পাশাপাশি, গাজ়ায় হত্যাকাণ্ড চালানো এবং ওয়েস্ট ব্যাঙ্কে দখলদারির চেষ্টার অভিযোগে ইজ়রায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবতের ঘোষণাও করেছে তারা।

ঘটনাচক্রে, মার্কিন সামরিক জোট নেটোর সদর দফতর রয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। সে দেশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার ঘোষণা করেছেন, চলতি মাসের শেষে রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদে (ইউএনজিএ) প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘‘প্যালেস্টাইনকে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে এবং ইজ়রায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’’

প্রেভোর ঘোষণা, ইজ়রায়েলের বিরুদ্ধে বেলজিয়াম ১২টি নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে অধিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে অবৈধ ইজ়রায়েলি বসতি থেকে পণ্যের আমদানি নিষিদ্ধ করা এবং ইজ়রায়েলি সংস্থার সঙ্গে সরকারি স্তরে বাণিজ্যিক লেনদেনের পুনর্মূল্যায়ন। প্রসঙ্গত, গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ প্যালেস্টাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

এর পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের দফতরের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বর পর্যন্ত যদি প্যালেস্টাইনিদের সুবিধার্থে কোনও পদক্ষেপ না করে ইজ়রায়েল, তা হলে সে মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ঘোষণা করবে তারা। চলতি মাসেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশন। তার আগে এক ধাপ এগিয়ে ইজ়রায়েলের উপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিল বেলজিয়াম।

Israel-Palestine War Belgium UN Israel-Hamas Conflict West Bank gaza Benjamin Netanyahu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy