E-Paper

বৃষ্টি-শীত উপেক্ষা করেই টাইমস স্কোয়্যারে বাংলা নববর্ষ উদ্‌যাপন

অনুষ্ঠানের সূচনা হয় ‘এসো হে বৈশাখ’ দিয়ে। এর পরে একে একে মঞ্চে উঠে আসে নানা সাংস্কৃতিক পরিবেশনা। ছেলেরা পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা আর মেয়েরা লাল পাড় সাদা শাড়ি।

অভীক সানোয়ার রহমান

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০৭:৫৫
নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে বাংলা নববর্ষ উদ্‌যাপন।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে বাংলা নববর্ষ উদ্‌যাপন। —নিজস্ব চিত্র।

কয়েক দিন ধরেই বৃষ্টি আর তার সঙ্গে ঠান্ডা হওয়ার প্রবল দাপট চলছে নিউ ইয়র্কে। কিন্তু সে সব কিছুকে উপেক্ষা করেই গত কাল টাইমস স্কোয়্যারে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্‌যাপিত হল বাংলা নববর্ষ ১৪৩২। মুক্তধারা এবং এনআরবি (প্রবাসী বাঙালি)-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে আসা শিল্পী ও অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে বাঙালি সংস্কৃতির রঙিন পরিচয় সকলের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানের সূচনা হয় ‘এসো হে বৈশাখ’ দিয়ে। এর পরে একে একে মঞ্চে উঠে আসে নানা সাংস্কৃতিক পরিবেশনা। ছেলেরা পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা আর মেয়েরা লাল পাড় সাদা শাড়ি। দিনভর এই অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছিল টাইমস স্কোয়্যার। বাঙালির প্রাণের উচ্ছ্বাস যেন ঢেকে দিয়েছিল রুক্ষ প্রকৃতিকেও।

গত বছর টাইমস স্কোয়্যারে লাখো মানুষের উপস্থিতিতে উদ্‌যাপিত হয়েছিল বাংলা নববর্ষ। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বারও নিউ ইয়র্কের গভর্নর হাউজ়ে আগামী ২৮ এপ্রিল, সোমবার আরও একটি বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। থাকবে সাংস্কৃতিক প্রদর্শনী। এর পাশাপাশি, নিউ ইয়র্কের গভর্নরের সঙ্গে প্রবাসী বাঙালি প্রতিনিধিদের প্যানেল আলোচনা হওয়ারও কথা রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ৫০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন বলে জানা গিয়েছে।

অনুষ্ঠানের মূল আয়োজক বিশ্বজিৎ সাহা বললেন, “এই উৎসব দুই দেশের বাঙালিদের ঐক্য এবং আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ।” আজ জ্যাকসন হাইটসেও বাংলা নববর্ষ পালিত হয়েছে। নিউ ইয়র্ক শহরের বুকে ফের এক বার বাঙালি সংস্কৃতির ঝলক দেখা গেল ওই অনুষ্ঠানের মাধ্যমে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

new york Bengali New Year Celebration Poila Baishakh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy