২০১৬-র রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড উঠল দুই ভারতীয়ের হাতে। মানবাধিকার কর্মী বেজওয়াদা উইলসন এবং দক্ষিণ ভারতের শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ টিএম কৃষ্ণ এই পুরস্কারে সম্মানিত হলেন।
ফিলিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট রামন ম্যাগসায়সয়ের নামে প্রতি বছরই সমগ্র এশিয়ার মধ্যে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তাঁদের কাজের জন্য সম্মান জানানো হয়।
এ বছর মানুষের মানুষের প্রাথমিক অধিকার নিয়ে নানান কাজ করার জন্য বেজওয়াদা উইলসন এই অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। পাশাপাশি সংস্কৃতির উপর সমাজের প্রভাব নিয়ে কাজ করে সম্মানিত হয়েছেন টি এম কৃষ্ণ।
আরও পড়ুন: বিলকে সঙ্গে নিয়ে ইতিহাসে হিলারি ক্লিন্টন