Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International news

দুই বুশের মাঝে লুকিয়ে পড়লেন বিল ক্লিন্টন, কেন জানেন?

বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ স্কলারস‌্ গ্রাজুয়েশন সেরিমনিতে যোগ দিতে গিয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। সেখানেই তাঁকে পিতা-পুত্র ওই দুই প্রাক্তন প্রেসিডেন্টের মাঝে লুকিয়ে থাকতে দেখা যায়।

বিল ক্লিন্টন। —ফাইল চিত্র।

বিল ক্লিন্টন। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ১৬:৫৯
Share: Save:

এক দিকে জর্জ বুশ, অন্য দিকে এইচ ডব্লিউ বুশ। এই দুই বুশের মাঝেই লুকিয়ে রয়েছেন বিল ক্লিন্টন! শুধু লুকিয়েই না, জর্জ বুশকে ধরে উঁকিও মারছেন!

বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ স্কলারস‌্ গ্রাজুয়েশন সেরিমনিতে যোগ দিতে গিয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। সেখানেই তাঁকে পিতা-পুত্র ওই দুই প্রাক্তন প্রেসিডেন্টের মাঝে লুকিয়ে থাকতে দেখা যায়। তাঁর লুকিয়ে থাকার সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কেন এই ভাবে লুকিয়ে ছিলেন ক্লিন্টন?

বিষয়টা এ বার সবিস্তার বলা যাক। ডালাসের এই প্রেসিডেন্সিয়াল লিডারশিপ অনুষ্ঠানটি ছিল জর্জ ডব্লু বুশ প্রেসিডেন্সিয়াল সেন্টারে। সেখানে পাশাপাশি দুই প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং এইচ ডব্লিউ বুশের দু’টি মূর্তি রয়েছে। অনুষ্ঠান শেষে ওই দুই বুশ-মূর্তির মাঝে দাঁড়িয়ে নেহাত মজা করেই ছবিটা তোলেন বিল। তাঁর মিডিয়া সচিব অ্যাঞ্জেল উরেনা এই ছবিটা তুলে টুইটারে পোস্ট করেছিলেন। বিল ক্লিন্টন ছবিটার নীচে পোস্ট করেন, ‘‘নোট: মাপতে যাবেন না।’’


এই ছবিটিই টুইটারে পোস্ট করা হয়। ছবি: অ্যাঞ্জেল উরেনার টুইটার পেজ থেকে।

পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে ছবিটা ভাইরাল হয়ে গিয়েছে। ৪০ হাজার লাইক আর ৯ হাজার রিটুইট হয়েছে ছবিটি। ছবিটা ঘিরে টুইটারে এখন কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, ‘বিল ক্লিন্টন সব সময়ই বুশের মাঝে পিষ্ট হন।’ কারও আবার মত, বিল ক্লিন্টনের ‘বুশের মাঝে আমার জীবন’ নিয়ে একটি বই লেখা উচিত।

আরও পড়ুন: ‘দিব্যি দেখতে’, ব্রিজিতে মজলেন ট্রাম্প

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE