Advertisement
১১ ডিসেম্বর ২০২৩

কর দিক কাজ-খেকো রোবট, চান বিল গেটস

মানুষের হাতেই ওদের জন্ম। কিন্তু সেই মানুষের কাজই চুরি যায় ওদের হাতে! বিশ্বের অন্যতম ধনকুবেরের তাই পরামর্শ, যারা মানুষের কাজ ছিনিয়ে নেয়, সেই সব রোবটদেরও মানুষের মতো ‘কর দেওয়া’ উচিত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:৩২
Share: Save:

মানুষের হাতেই ওদের জন্ম। কিন্তু সেই মানুষের কাজই চুরি যায় ওদের হাতে! বিশ্বের অন্যতম ধনকুবেরের তাই পরামর্শ, যারা মানুষের কাজ ছিনিয়ে নেয়, সেই সব রোবটদেরও মানুষের মতো ‘কর দেওয়া’ উচিত। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি একটি ওয়েবসাইটে বলেছেন, ‘‘মানুষের বদলে যন্ত্র কাজ করলে কর দেওয়াই উচিত। এখন কোনও কারখানায় মানুষ যদি ৫০ হাজার ডলার মূল্যের উপযোগী কাজ করেন, তাঁর সেই আয় করের আওতায় পড়বে। তাতে সরকারের ঘরে অর্থ আসে, সামাজিক নিরাপত্তা বাড়ে।’’ গেটসের মতে, ‘‘যদি রোবট সেই একই কাজ করে, তবে কেন সরকার সেই সংস্থার কাছ থেকে একই মাত্রায় কর নেবে না?’’

রোবট-করের ভাবনাটা অবশ্য নতুন নয়। ইউরোপীয় ইউনিয়ন এমন কর চালু করতে আইন করার চেষ্টা চালিয়েছিল। যাতে সেই করের অর্থে কাজ খোয়ানো মানুষদের নতুন কিছুর প্রশিক্ষণ দেওয়া যায়। কিন্তু ১৬ ফেব্রুয়ারি সেই বিল খারিজ হয়ে গিয়েছে। তবু রোবটে করের পক্ষে সওয়াল করছেন গেটস। সেবায় নিয়োজিত ৬১ বছরের এই মানুষটির যুক্তি, এতে মানুষের কাজের উপরে যন্ত্রের আগ্রাসন কিছুটা ধীর হবে। মানুষের কাজের সুযোগও বা়ড়বে। রোবট-করের অর্থে কী কী করা যায় তারও পথ বাতলে দিয়েছেন তিনি। যেমন, বয়স্ক মানুষের যত্ন, স্কুলে শিশুদের সময় দেওয়া ইতাদি। কারণ আর এই সব কাজে মানুষই দাঁড়াতে পারে মানুষের পাশে। আর সেটা কর্মসংস্থানও বটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE