Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Bizarre

‘শয়তান মানুষ’ হতে নিজের নাক কেটে বাদ দিলেন এই ব্যক্তি!

পছন্দসই রূপ পেতে দেহের বিভিন্ন অঙ্গের বদল ঘটাতেও পিছুপা হন না তাঁরা। সম্প্রতি এ রকমই ব্রাজিলের এক ব্যক্তি যা করেছেন তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

নাক কাটার পর নতুন লুকে ব্রাজিলের পাদ্রো। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

নাক কাটার পর নতুন লুকে ব্রাজিলের পাদ্রো। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
সাও পাওলো শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৩
Share: Save:

অনেকেই আছেন যারা নিজের রূপে সন্তুষ্ট থাকতে না পেরে, নিজেকে বিভিন্ন ভাবে সাজিয়ে তোলেন। তা করতে গিয়ে কিছু মানুষ এমন কাজ করেন, যার জেরে তাঁদের দেখতে আরও অদ্ভুত লাগে। পছন্দসই রূপ পেতে দেহের বিভিন্ন অঙ্গের বদল ঘটাতেও পিছুপা হন না তাঁরা। সম্প্রতি এ রকমই ব্রাজিলের এক ব্যক্তি যা করেছেন তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

ব্রাজিলের বাসিন্দা মিকেল ফারো দো পাদ্রো। ৪৪ বছরের এই ব্যক্তি নিজেকে বিদঘুটে সাজে তুলে ধরতে পছন্দ করেন। নিজের অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন করতেও ভালবাসেন তিনি। পাদ্রোর সাজের সাক্ষ্য বহন করছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সারা মুখে ট্যাটু ছাড়াও চুলের বিভিন্ন পরিবর্তন, দাঁত পাল্টে ফেলা, মুখমণ্ডলের বিভিন্ন অংশে ছিদ্র ও কৃত্রিম শিং— এ সব আগেই করেছিলেন তিনি। সম্প্রতি নিজের লুকসের বদল ঘটাতে নাকের একাংশ কেটে বাদ দিয়েছেন। তা দেখেই চমকে গিয়েছেন নেটাগরিকরা।

অপারেশনের মাধ্যমে নাকের সামনের অংশ কেটে বাদ দিয়েছেন তিনি। তাঁর ‘শয়তান মানুষ’ লুককে আরও জোরদার করতেই এই কাজ করেছেন বলে জানিয়েছেন। তাঁর স্ত্রীয়ের দাবি, পাদ্রো হলেন বিশ্বের তৃতীয় ব্যক্তি যিনি এই কাজ করলেন। দেখুন নাক বাদ দিয়ে কেমন লাগছে পাদ্রোকে—

A post shared by #DIABÃOPRADDO (@diabaopraddo) on

জানা গিয়েছে, পাদ্রো এক জন ট্যাটু শিল্পী। তিনি দাবি করেন, তাঁর যন্ত্রণা সহ্য করার শক্তি প্রবল। তাই ট্যাটু বা এই সব পরিবর্তন করতে তাঁর নাকি কোনও অসুবিধা হয় না। তবে পাদ্রোই একমাত্র নয়, যিনি লুকস বদলাতে নিজের অঙ্গ কেটে বাদ দিলেন। এর আগে জার্মানির সান্দ্রো নামের এক ব্যক্তি নিজের দুই কান কেটে বাদ দিয়েছিলেন। কান ছাড়াও তাঁর জিভ, হাতের মতো অংশে এমন পরিবর্তন করেছিলেন, যা নজর কেড়েছিল নেটাগরিকদের।

A post shared by #DIABÃOPRADDO (@diabaopraddo) on

A post shared by #DIABÃOPRADDO (@diabaopraddo) on

A post shared by #DIABÃOPRADDO (@diabaopraddo) on

আরও পড়ুন: খাবার দেখলেই এক মুখ হাসি, কিন্তু কুকুর কি সত্যিই হাসে?

আরও পড়ুন: নোবেল পুরস্কারের অর্থমূল্য এ বার বাড়ছে ১১ শতাংশেরও বেশি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bizarre Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE