Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Biggest Lip

World's Biggest Lip: ২০ বার অস্ত্রোপচার, ১৭ বার অ্যাসিড প্রয়োগ! ইনি বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের মালকিন

ইভানোভা বলেন, “তাঁর ঠোঁটে ১৭ বার হায়লুরোনিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। যার ফলে ঠোঁট স্বাভাবিক অবস্থার তুলনায় চার গুণ বড় হয়ে গিয়েছে।”

অ্যান্ড্রিয়া ইভানোভা (ঠোঁট অস্ত্রোপচারের আগে)। ঠোঁট অস্ত্রোপচারের পরে (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

অ্যান্ড্রিয়া ইভানোভা (ঠোঁট অস্ত্রোপচারের আগে)। ঠোঁট অস্ত্রোপচারের পরে (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১১:৫৬
Share: Save:

তাঁর শখ ছিল বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানোর। এমন ঠোঁট যা আগে কেউ কখনও দেখেননি। সেই নেশায় নিজের ঠোঁটের অস্ত্রোপচার করান বুলগেরিয়ার তরুণী অ্যান্ড্রিয়া ইভানোভা।

ইভানোভা জানিয়েছেন, বড় ঠোঁট বানাতে গিয়ে তাঁকে ২০ বার অস্ত্রোপচার করাতে হয়। নিজেকে ‘বার্বি’ পুতুলের মতো সাজানোর তাগিদে একের পর এক অস্ত্রোপচার করিয়ে গিয়েছেন ঠোঁটে। তার জন্য কয়েক হাজার পাউন্ড খরচও করেন।

ইভানোভা বলেন, “তাঁর ঠোঁটে ১৭ বার হায়লুরোনিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। যার ফলে ঠোঁট স্বাভাবিক অবস্থার তুলনায় চার গুণ বড় হয়ে গিয়েছে।”

ইভানোভা জানিয়েছেন, ঠোঁটের আকার দেখে চিকিৎসকরা জানিয়েছেন এটাই যথেষ্ট। কিন্তু তিনি এতে খুশি নন। আরও বড় ঠোঁট বানাতে চান। ফলে আরও দু’টি অস্ত্রোপচার করার প্রয়োজন। ইভানোভার এই অদ্ভুত কাণ্ড দেখে অনেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। নেটমাধ্যমে ট্রোলেরও শিকার হতে হয়েছে তাঁকে। তবে এ সব নিয়ে ভাবিত নন ইভানোভা। তাঁর একটাই লক্ষ্য আরও বড় ঠোঁট কী ভাবে বানানো যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Biggest Lip Bulgaria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE