বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারিকে স্বাগত জানাল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। সেই সঙ্গে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে তারা।
বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার দেরিতে হলেও প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করছে, সে জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে তাঁকে তাঁর অপরাধ বিবেচনায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ যেন ওই পবিত্র জায়গায় বসে রাষ্ট্র ও জনগণের ক্ষতি করতে না পারেন।’’
শেখ হাসিনার জমানায় বিভিন্ন ভাবে খয়রুল আইন বহির্ভূত সুযোগসুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তাঁর বেশ কিছু রায় নিয়ে রাজনৈতিক বিতর্কও রয়েছে বাংলাদেশে। তার মধ্যে বাংলাদেশের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠন ব্যবস্থা বাতিল সংক্রান্ত মামলার মূল রায়দানকারী ছিলেন তিনি। হাসিনার পতনের পরে ইস্তফা দিয়েছিলেন খয়রুল। তার পরে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি তাঁকে। খায়রুলকে বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির একটি বাড়ি থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।