মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা ও বিশ্বাস রেখে চলবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। সে জন্য পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়, আপাতত এমন কিছুতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দলটির নীতিনির্ধারণ কমিটির সদস্যেরা।
গত ১৩ জুন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছিলেন ইউনূস। তার পরেই অন্তর্বর্তী সরকার সম্পর্কে কিছুটা নরম হওয়ার বার্তা দিল বিএনপি। যদিও গত কয়েক মাস ধরে জাতীয় সংসদের নির্বাচন নিয়ে ধারাবাহিক ভাবে ইউনূস সরকারের সমালোচনা করে গিয়েছেন বিএনপি নেতৃত্ব। তারেক সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে ভোট করা না হলে তাঁরা আন্দোলনে নামবেন।
আরও পড়ুন:
অন্য দিকে, ভোট ব্যবস্থায় প্রয়োজনীয় কিছু সংস্কারের পর আগামী বছরের মাঝামাঝি সাধারণ নির্বাচন আয়োজন করার বার্তা দিয়েছিলেন ইউনূস। যদিও তারেকের সঙ্গে বৈঠকের পরে ফেব্রুয়ারিতে ভোট করানোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা। তাৎপর্যপূর্ণ ভাবে জাতীয় সংসদের নির্বাচনের প্রশ্নে কট্টরপন্থী দল জামায়াতে ইসলামি (বাংলাদেশের রাজনীতিতে ‘জামাত’ নামে যার পরিচিতি) এবং গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতাদের নতুন দল এনসিপি এখনও পুরোপুরি ইউনূসের পাশে রয়েছে। এ নিয়ে বিএনপি নেতৃত্ব ইতিপূর্বে নিশানাও করেছে ওই দুই দলকে।