ইসলামি আন্দোলন, জামায়াতে ইসালামির মতো দলগুলির তরফে সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছিল গত কয়েক দিন ধরেই। এ বার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তাবের বিরোধিতা এল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির তরফে।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার সরাসরি জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচন পদ্ধতিতে এত বড় পরিবর্তন করার অধিকার নেই। তিনি বলেন, ‘‘সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির মতো বড় পরিবর্তন জনগণের মতামত নিয়ে জাতীয় সংসদের মাধ্যমে পাশ করাতে হবে। জাতীয় সংসদ ছাড়া এই পরিবর্তন কেউ করতে পারবে না।’’
প্রসঙ্গত, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে একটি দল সারা দেশে যত ভোট পায়, তার অনুপাতে আইনসভায় তাদের জন্য আসন বরাদ্দ হয়। এই পদ্ধতিতে ছোট দলগুলির সুবিধা হয়। কিন্তু বড় রাজনৈতিক দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়ে পড়ে। জামায়াতে এবং ইসলামি আন্দোলনের মতো দল সেই অবস্থান থেকেই সংখ্যানুপাতিক নির্বাচনকে সমর্থন করছে। আর বিরোধিতার সরব হয়েছে বাংলাদেশের প্রাক্তন শাসকদল বিএনপি।