ন’টি দেশ জুড়ে বিস্তৃত ‘পৃথিবীর ফুসফুস’ বলে পরিচিত অ্যামাজ়ন বৃষ্টি অরণ্য-সহ বিভিন্ন দেশের বনাঞ্চল সংরক্ষণে বিস্তারিত পরিকল্পনা এবং তহবিল গঠনের কথা সামনে আনল ব্রাজ়িল। ব্রাজ়িল জানিয়েছে, ইতিমধ্যেই ইন্দোনেশিয়া, ফ্রান্স, পর্তুগাল-সহ বিশ্বের বিভিন্ন দেশের তরফে ৫.৫ বিলিয়ন আমেরিকান ডলার ঋণের প্রতিশ্রুতি মিলেছে। এর মধ্যে নরওয়ে ৩ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। আগামী দিনে এই তহবিল আরও বাড়বে বলে আশা করছে দক্ষিণ আমেরিকার দেশটি। তহবিল ব্যবহারের নিয়ম অনুযায়ী, মোট অর্থের ২০ শতাংশ ব্যবহৃত হবে আদিবাসী মানুষের কল্যাণের জন্য। প্রসঙ্গত, ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা চলতি মাসে তাঁর দেশে হতে চলা রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনের জন্য ইতিমধ্যেই বিশ্বনেতাদের অ্যামাজ়নে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)